সিএমপির বিশেষ অভিযানে আরও ১৯জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।   

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু
১০