সিএমপির বিশেষ অভিযানে আরও ১৯জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।   

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০