ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান এবি পার্টির

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২৩:৩৮

ঢাকা ১৯ মার্চ ২০২৫ (বাসস): রমজান মাসে সেহরির সময় ফিলিস্তিনের নারী, শিশুসহ নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা খুবই ন্যাক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচার গণহত্যা কোন বিবেক মানুষ সহ্য করতে পারেনা। অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। 

আজ বুধবার এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সল মোহাম্মদ মনিরের সঞ্চালনায় গণইফতার থেকে এ আহ্বান জানান বক্তারা। প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহিস সাকি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক বলেন,  এবি পার্টির রাজনীতি হচ্ছে মেহনতী মানুষের রাজনীতি। এবি পার্টি আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সম্পদ হিসেবে পরিণত করতে চায়, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।  এবি পার্টি অতীতেও আপনাদের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এবি পার্টিও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বলেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাট করেছিল। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্টীম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দী এবং  রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করেছিলেন। ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এতোকিছু স্বত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারেন নাই। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে যে কোন যড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০