রাজধানীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:৪৮

 ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর বংশাল এলাকা থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃত মাদক কারবারি মিলন হোসেনকে (২৩) বুধবার সকালে বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশাল থানাধীন ফুলবাড়িয়া স্টার বেকারীর সামনে চেকপোস্ট পরিচালনাকালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মিলন হোসেনকে গ্রেফতার করে থানার একটি টিম। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে মহাখালী এলাকার মাদক কারবারি মো. ইব্রাহিম ওরফে পলাশ ও মাদক কারবারি মো. সোহেলের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে নিজ এলাকা মাদারীপুরে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০