ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে এক দোকান কর্মচারীর ১৪ বছর বয়সী বোনকে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মো. মনিরুল ইসলাম বেপারীর (৪০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তাকে পর্নোগ্রাফি আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল বরিশাল জেলার গৌরনদী থানার কাশেমাবাদের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলি মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন বাসসকে জানান, আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি কিশোরীর ভাই আসামি মনিরুলের দোকানে চাকরি নেয়। কিশোরী তার ভাইকে দোকানে এগিয়ে দিত। মনিরুল কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। একই বছরের ১২ মার্চ মনিরুল কিশোরীকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর সে বছরের ২৫ অক্টোবর পুনরায় সেই কিশোরীকে ধর্ষণ করে আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২২ সালের ২ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে একই বছরের ৩১ অক্টোবর চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিচার চলাকালে ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।