ঢাকা, ২১ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মো. আলমগীর ওরফে ফয়সাল ওরফে ডিলার আলমগীরকে (৪০) গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন এলাকা হতে ১ হাজার ৪৬৫ পিস ইয়াবা ও ১২৯ গ্রাম হেরোইনসহ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায়, সে কেরানীগঞ্জ থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রি করে।
উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।