স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও অপু কারাগারে

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৮:৫৫ আপডেট: : ২১ মার্চ ২০২৫, ২১:২৭
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফ মাহমুদ অপু । ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ মার্চ ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এবং বর্তমানে বাংলাদেশ বেতার চট্টগ্রামের উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত মো. শরীফ মাহমুদ অপুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ শুক্রবার চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুরে তাকে ডবলমুরিং থানা থেকে মহানগর আদালতের হাজির করা  হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয় । আদালত শুনানি শেষে তাক কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্ভবত পরে দুদক তাদের একটি মামলায় এই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাতে পারে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। খবর পেয়ে তাকে হেফাজতে নেয় ডবলমুরিং থানা পুলিশ। শিক্ষার্থীদের দাবি গত বছরের ৪ আগস্ট অপু স্বাক্ষরিত চিঠিতে কারফিউ জারি হয়েছিল দেশে। তাই তাকে আটক করতে হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. শরীফ মাহমুদ অপুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।

মো. শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তার বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান।

শরীফ মাহমুদ অপু তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত এমপি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রায় দশ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছর ২৭ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০