ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ট্রাফিক ও বিআরটিএ’র যৌথ অভিযান 

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২২:৫৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  ওই এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ অভিযানে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগ, বিআরটিএ এর  ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর জোন ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও এ অভিযানে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১৯১ রানে অলআউট বাংলাদেশ
১০