আগামী নির্বাচনে বিএনপিই সরকার গঠন করবে : কায়কোবাদ

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২৮
শনিবার কুমিল্লার মুরাদনগরে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি: বাসস

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাজ এখনো সক্রিয় রয়েছে, নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এতে কাজ হবে না নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

তিনি শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, 'যারা ষড়যন্ত্র করে তারা কামিয়াব হবে না। ইউসুফ আব্দুল্লাহ হারুন অনেক চক্রান্ত করেছে। আল্লাহর রহমতে কিছুই করতে পারেনি। আপনারা দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।'

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নয়ন মাস্টারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মীর তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, জহিরুল ইসলাম সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম ও সহ-সভাপতি তাছলিমা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ ও উপজেলা যুবদল নেতা আব্দুস সাত্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০