ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল বাসেদ ওরফে বাধন (২২) ও মো. নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে। এ সময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ছিনতাই করার লক্ষ্যে এসেছিল।
পুলিশ জানায় গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।