বক্তব্য ও কথাবার্তায় সহনশীল মনোভাব বজায় রাখার আহ্বান রিজভীর

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২০:৫১
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি: বাসস

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কথাবার্তায় সহনশীল মনোভাব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট’র ছাত্র-জনতার আন্দোলনের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করার জন্য, প্রয়োজন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের আরো লড়াই করতে হবে। কারণ, আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায়বিচার ও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আমাদের আলোচনা কথাবার্তায় এমন সহনশীলতা দেখাতে হবে, যাতে করে রাষ্ট্রের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (এ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, ‘বক্তৃতা দেওয়ার সময় আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের কথাবার্তা ও বক্তব্যের জন্য সেইসব প্রতিষ্ঠান যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালে আমাদের দেশের সেনাবাহিনী এদেশের জনগণের সঙ্গে ছিল। সেই সময় সেনাবাহিনীর একজন কর্মকর্তা (মেজর) স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা ৯০’র আন্দোলনেও দেখেছি আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। 

২০২৪ সালেও আমরা দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে  তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।’

এ্যাবের সাবেক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০