ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে জানিয়েছেন।
তিনি বলেন, রামপুরা পলাশবাগ এলাকায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজে আজ ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ভোর ৫টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহতের কোন খবর জানা যায়নি।