ছাত্রদলের অধীনস্থ  ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:১৫

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত করতে ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু নতুন কমিটিগুলোর অনুমোদন দেন। বিএনপি মিডিয়া সেল-এর পেজে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। সংগঠনের নেতৃত্বে নারীদেরকে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে। ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতি গুরুত্বারোপ করে নারী নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো আরো সুসংগঠিত করা হচ্ছে, যাতে আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ও দৃঢ় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে সংগঠনের নতুন নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সদা সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করে নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শীর্ষ পাঁচ পদে নেতৃত্বে যাদের আনা হয়েছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি শাহারিয়ার হোসেন পলিন, সিনিয়র সহ-সভাপতি সাবিহা জাকির, সাধারণ সম্পাদক নাফিস ইমতিয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম শিহাব ও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আঞ্জুম খান।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ফাইয়াজ কবির (তাওয়াফ), সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম পলক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলী আরমান লাবীব ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা আক্তার।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সভাপতি শামসুদ্দোহা শাওন, সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল ইসলাম, সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানজিদ নেওয়াজ আজান ও সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম আকাশ।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সভাপতি দেওয়ান মো. আলীফ, সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিব, সাধারণ সম্পাদক মো. লাবিব মুসাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরছালিন মাহমুদ খান ও সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান সানিয়াদ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (চাঁদ), সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (হৃদয়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ্ আল মঈন।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হানিফ হাসান, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস খান তানিম, সাধারণ সম্পাদক কাজী মাজিদুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈম মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাদিকা হক শুকতারা।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি মাহামুদুল হাসান নাঈম, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান আবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার সানি ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিব্বুর রহমান (সিফাত)।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ছাত্রদলের সভাপতি সায়েম উল হক সিকদার, সিনিয়র সহ-সভাপতি মো. ইনজাম মাহমুদ, সাধারণ সম্পাদক আবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মঞ্জুর ও সাংগঠনিক সম্পাদক শেখ মো. মনিরুজ্জামান।

ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক গোলাম আজম আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান শান্ত।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা আশা প্রকাশ করে বলেন, উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব সৃষ্টি ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের পথকে আরো সুগম করবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০