ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): চলমান তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো।'
এ নির্দেশনা আগামী ৬ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ প্রদান না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।