হ্যানয়, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় ভয়াবহ গণহত্যা দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মিশন ১৯৭১ সালের ঐতিহাসিক ২৫ মার্চ ভয়াবহ কালো রাতের শহীদদের স্মরণে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা সভা আয়োজন করে। এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
লুৎফর রহমান অনুষ্ঠানে বক্তৃতাকালে লাল-সবুজ পতাকা অর্জনের লক্ষ্যে স্বাধীনতাকামী ও আত্মদানকারী ২৫ মার্চ রাতে শহীদ হওয়া এ দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, নৃশংস 'অপারেশন সার্চলাইট'-এর মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর সংঘটিত গণহত্যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর মধ্যে একটি।