ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ ( বাসস): রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ডিশ ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২০ মার্চ রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বি পার্কের পূর্বদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ডিশ ব্যবসায়ী সুমনকে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।
পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেফতার করে।
এ বিষয়ে আজ বুধবার উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম (অধিনায়ক র্যাব-১) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন।