পথশিশু ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৬:২৭
ছবি : বাসস

ঢাকা (উত্তর), ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করেছে পথ শিশুদের জন্য ঈদ উৎসব ২০২৫।

আজ বুধবার সকালে উত্তরায় স্থানীয় এক রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়। এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়, শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ মো. মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বাবলু। 

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাহাত খান, উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাত্রা সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াসিন মিয়া, বৈশাখী টিভির ফারজানা আফরোজ ও দক্ষিণখান থানা বিএনপি নেতা সবুজ।

পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন বলেন, ‘কোনো পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামী দিনে সহস্রাধিক পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০