ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় আনা মামলায় স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সুমিত সাহাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলার সময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। এ ঘটনায় ১৪ জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।