সিপিবি-বাসদ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির 

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৫০
রোববার রাজধানীর হোটেল সেরিনায় বাম দলের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক হয়। ছবি: বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিপিবি বাসদের সিনিয়র নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

আজ রোববার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বাম দলের নেতাদের সঙ্গে প্রথম এ বৈঠক হয় বিএনপির। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসস’কে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৈঠক শেষে বক্তব্য রেখেছেন, কমিউনিস্ট পার্টি উপদেষ্টা কাউন্সিল সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। 

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টি সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিএনপি লিয়াঁজো কমিটির নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায়ের লক্ষ্যে সর্বদলীয় ঐক্য তৈরির অংশ হিসেবে বাম দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করবে বিএনপি। এর অংশ হিসেবেই সিপিবি বাসদের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করে দলটি। 

এ বিষয় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাসস’কে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐক্যের বিষয়ে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের পজেটিভ মনোভাব রয়েছে। 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এটা আনুষ্ঠানিক সে রকম কোনো বৈঠক না। ‘অনানুষ্ঠানিক চা চক্র’ বলা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
১০