সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২২:০৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। ছবি : বাসস

যশোর, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাদা পোশাকে কোনো ব্যক্তিকে গ্রেফতার না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।  

তিনি বলেন, গ্রেফতার করার সময় অবশ্যই ইউনিফর্ম পরিহিত অথবা পুলিশের জ্যাকেট পরিহিত থাকতে হবে।
আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সীমান্তে মাদক প্রবেশ রোধ এবং দেশব্যাপী তা বিতরণ নেটওয়ার্ক ভেঙে ফেলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।

ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলছেন যে, ডিভিশনাল হেড কোয়ার্টারে মাদক নিরাময় কেন্দ্র নির্মান করতে হবে। নিরাময় কেন্দ্র নির্মানের চেয়ে মাদক যাতে না আসে সে ব্যবস্থা করা জরুরি। 

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন, আমরা অরাজনৈতিক সরকার। আমাদের সাথে কাজ করতে আপনাদের অনেক সুবিধা। কারণ আমরা অনেক ক্ষেত্রেই না বলতে পারি। রাজনৈতিক সরকার তা পারে না। 

পুলিশ নিয়োগ এবং বদলি সংক্রান্ত দুর্নীতি কমেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পুলিশ সুপার বলতে পারবেন না যে, আমি কখনো ব্যক্তিগতভাবে কারো জন্য অনুরোধ করেছি। 

উপদেষ্টা বলেন, যদি কেউ আমার আত্মীয় বলে দাবি করে পুলিশ অফিসারদের কাছে যায়, তাহলে প্রথম দিন তাদেরকে চা খাওয়াবেন, পরের দিন তাদেরকে গ্রেফতার করবেন। 

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, খুলনা বিভাগের ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০