দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২২:৫২
বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) আজ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য রাখেন। ছবি : বাসস

লালমনিরহাট, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) বলেছেন, ‘বিগত ১৫-১৬ বছরে দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সব শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিএনপি'র পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সভাপতিত্ব করেন।

শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) তাঁর বক্তব্যে বলেন, ২০২৪-এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে হত্যার আদেশ দেন। বিগত ১৫-১৬ বছরে হত্যা, গুম, হামলা ও মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ সব বিরোধী দলের নেতা-কর্মীদের জীবন বিপর্যস্ত করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার দৃশ্যমান বিচার হতে হবে। নির্বাচনের আগেই সেই বিচার হতে হবে।’

তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী রেখে মেরে ফেলতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আমরা অনেক অনুনয়-বিনয় করেও তাঁর সঠিক চিকিৎসার ব্যবস্থা করাতে পারি নাই। তারা (আওয়ামী লীগ) দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল, আর এই অবৈধ কাজে কালোটাকার লোভে সহায়তা করেছিল প্রশাসনের লোকজন।’

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘এক ব্যক্তির শাসন থাকবে না, দেশের সবকিছু এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকবে না। এমন মৌলিক পরিবর্তনের কথা রাষ্ট্র মেরামতের ৩১ দফায় রয়েছে। আমরা সেটা প্রত্যেকটা বিভাগের জেলাগুলোতে প্রোগ্রাম করে অবগত করছি। এ জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছি এবং করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময় সভা, প্রচারপত্র ও বুকলেট তৈরি ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং থাকবে, যাতে দেশের মানুষ এ বিষয়ে অবহিত ও সচেতন হতে পারেন।’

প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট জেলা বিএনপি'র নেতৃবৃন্দ, জেলার পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও পর্যবেক্ষক হিসেবে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সাবেক তিন সংসদ সদস্য রাশেদা বেগম, নেওয়াজ হালিমা ও শাম্মি আখতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
১০