ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি, মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ গভীর রাতে পল্লবী নিউ টাউন বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে একটি গোপন কক্ষ থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় গোপন কক্ষ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশের খোয়া যাওয়া এসএমজি’র ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অরিন ডিএমপি’র বিভিন্ন থানায় দায়েরকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।