আমরা ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে নির্বাচনের পথে হাঁটতে চাই: আমির খসরু

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:২১
আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে নির্বাচনের পথে হাঁটার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো বিষয়ে সবাইকে একমত হওয়ার চিন্তা হচ্ছে বাকশালী চিন্তা। এ চিন্তা-চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন  দর্শন, চিন্তাভাবনা এবং ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে, যেখানে ঐকমত্য হয়েছে তার বাইরে সংস্কার করার কোন সুযোগ নেই।’

আমির খসরু মাহমুদ বলেন, ‘ঐকমত্যের বাইরে কোনো কিছু করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে করতে হবে।’

তিনি প্রশ্নচ্ছলে বলেন, ‘রাজনৈতিক দলগুলো যে-সব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে,  সেগুলো কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না! অলরেডি জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। অনেক দিন সময় চলে গেছে। আলোচনাও শেষ। তাই, জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে। ঐকমত্যের বিষয়টি জাতি জানুক এবং এ ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। এটা খুব সহজ ব্যাপার। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’

বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের ধারাবাহিকতায় আজ রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির পক্ষে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াঁজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশগ্রহণ করেন।

অপরদিকে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে দলটির মহাসচিব মতিন সাউদসহ দশ জনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে, এক যৌথ ব্রিফিংয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বক্তব্য রাখেন। 

পার্থ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হলেও ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে গঠিত নির্বাচিত সরকার নয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা সব সময় এ সরকারের সাথে আছি, আগামীতেও থাকবো।’

তিনি বলেন, ‘আমরা গত বছরের ৭ আগস্ট থেকে সবসময়ই বলে এসেছি একটি নির্বাচনী রোডম্যাপ দরকার। কারণ, নির্বাচন অত্যন্ত গুরত্বপূর্ণ। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের ম্যান্ডেট ছাড়া বড় ধরনের কোনো সংস্কার হলে সেই সংস্কার টেকসই হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০