সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কেন্দ্র এবং শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় তিনটি পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুদক জানায়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) -এ চিকিৎসাসেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ যাচাই করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। টিমের পর্যবেক্ষণে উঠে আসে, হাসপাতালের মোট ৮টি এক্সরে মেশিনের মধ্যে মাত্র ৩টি সচল এবং দুটি সিটি স্ক্যান মেশিন দীর্ঘদিন যাবৎ অচল। পাশাপাশি এক্সরে ফিল্মের সংকটের বিষয়টিও সামনে আসে। জানা যায়, হাসপাতালে ৬৩৪টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ৩৯০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। অভিযানে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া দ্বিতীয় অভিযানে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নালা ও খাল রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রকল্পের ডিপিপিতে উল্লিখিত প্রস্তাবিত রেলিংঙের দৈর্ঘ্যের সাথে বাস্তবের মিল নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, গত ১৮ এপ্রিল নগরীর হিজরা নালায় পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক টিম তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অন্যদিকে তৃতীয় অভিযানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভায় কর্মচারী নিয়োগ ও পৌর ভবন নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাথমিকভাবে দেখা যায়, ফেব্রুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় পৌরসভা কর্মচারী বিধিমালা, ১৯৯২ অনুসরণ করা হয়নি। যথাযথ রেজুলিউশন ছাড়াই নিয়োগ, পরীক্ষার অনিয়ম, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই চাকরি স্থায়ীকরণসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পৌর ভবন নির্মাণের ক্ষেত্রেও অনুমোদিত নকশার ব্যত্যয় পরিলক্ষিত হয়। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সংগৃহীত তথ্য বিশ্লেষণপূর্বক কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০