সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীতে ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল  ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা শাখা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম তুষার (৩০) ও তুরাগ থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশাল থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে মো. শাহেদ আলমকে গ্রেফতার করে। 

ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেফতার করে। 

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি-উত্তরা বিভাগের একটি টিম কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেফতার করে। 

এছাড়া ডিবি’র সাইবার বিভাগের একটি টিম রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ রাতে ডিবি’র সাইবার টিম উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০