জাতীয় বাজেটে শিশুদের জন্য ২০ শতাংশ বরাদ্দের দাবি বিশেষজ্ঞদের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৪
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) আয়োজনে, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য কমপক্ষে ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবি তাদের। ছবি : বাসস

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য কমপক্ষে ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) আয়োজনে ‘জনবান্ধব বাজেট ভাবনা’ শীর্ষক দিনব্যাপী এক অনুষ্ঠানে শিশুবান্ধব বাজেট সেশনে বক্তারা একথা বলেন। সেশনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন ‘সেভ দ্য চিলড্রেন ইন’ বাংলাদেশের উপদেষ্টা জাফর সাদিক। এসময় শুধু কাগজে বাজেট বরাদ্দ নয়, প্রয়োজন শিশুবান্ধব বাজেট বাস্তবায়ন ও সঠিক তদারকির দাবি জানান তারা।  

ধারণাপত্রে জাফর সাদিক বলেন, জাতীয় বাজেটে শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ বরাদ্দ রাখা উচিত। এই বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় ব্যয় করতে হবে এবং আলাদাভাবে উপস্থাপন করে তার বাস্তবায়ন তদারকির ব্যবস্থা করতে হবে।

বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ বলেন, আমরা বাজেটে ফাঁকিবাজির মধ্যে থাকি। শিশুদের জন্য বরাদ্দ যথেষ্ট নয়, ফলে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। এতে দেশের ভবিষ্যতও বাধাগ্রস্ত হয়।

অর্থনীতিবিদ ড. ওমর ফারুক জানান, গবেষণায় দেখা গেছে, ৯২ শতাংশ স্কুলগামী শিশু পর্নে আসক্ত। ঢাকায় আছে মাত্র ১শ’টির মতো দিবাযত্ন কেন্দ্র আছে যা একেবারেই পর্যাপ্ত নয়।

শিশু সংগঠক জাকারিয়া হাবিব পাইলট বলেন, সংসদে বাজেট নিয়ে জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে। শিশুদের অংশ সংবলিত বাজেট প্রণয়ন না হলে ভবিষ্যতের ভারসাম্যপূর্ণ বরাদ্দ সম্ভব নয়।

উদ্যোক্তা শামীম আশরাফ ও তাহমিনা রহমান সাথী শিশুদের মানসিক বিকাশের সময়সীমা ও ডিজিটাল নিরাপত্তা নিয়েও বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০