বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করা হবে : ডিএনসিসি প্রশাসক 

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২২:০৩
ছবি : বাসস

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে বিনির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাকে আগামী বর্ষা মৌসুমে বৃক্ষ রোপণ করে সবুজে আচ্ছাদিত করার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, নাগরিকদের জন্মনিবন্ধন সমস্যা সমাধানে জন্মনিবন্ধন সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি গণশুনানির আয়োজন করা হবে। 

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজিকরণ করতে সর্বোচ্চ অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে। এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে বলে জানান প্রশাসক। 

তিনি বলেন, দ্রুত নাগরিক সমস্যা সমাধানের জন্য ওয়েব পেইজের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। 

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন (অঞ্চল-০৮) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০