শব্দদূষণ বিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:২১

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশব্যাপী শব্দদূষণ বিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযানকালে একটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদ্‌যাপন করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালনার সময় ১২টি মামলায় ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করে জানিয়েছে, তারা দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০