ইরান দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াত সেক্রেটারি

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৫৫
ইরান দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াত সেক্রেটারি। ছবি: বাসস

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরানে রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক নিহত ও সহস্রাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বুধবার বিকেল ৩টায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইরানি দূতাবাসে যান। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে গত ২৬ এপ্রিল এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হন। এ ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বই খোলা হয়েছে। 

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

তিনি আশা প্রকাশ করেন, ইরানের সরকার ও জনগণ শীঘ্রই বিরাট এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০