বিএনপির শ্রমিক সমাবেশে নজর কেড়েছে ধান মানব ইউনুচ হাওলাদার

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৯:৫৫
ধান মানব ইউনুচ হাওলাদার। ছবি: বাসস

ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস) : মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনভর সমাবেশে নানা পেশার মানুষের অংশগ্রহণ ছিল ।  

আজ দুপুরে পবিত্র কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। তিনি ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন।

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বিএনপির প্রতিটি সমাবেশে নেতাকর্মীদের দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করতে দেখা গেছে। আজকের এই শ্রমিক সমাবেশের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি । 

নেতাকর্মীরা নানা জনে রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। তবে শ্রমিক সমাবেশে বিশেষভাবে নজর কেড়েছে ধান মানব ইউনুচ হাওলাদার। 

ইউনুচ হাওলাদারের বাড়ি পটুয়াখালি জেলার দুমকী উপজেলায়। তিনি পেশায় একজন রিকশা চালক। শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে তিনি বাসস কে জানান। 

সরেজমিন সমাবেশ এলাকায় গিয়ে দেখা যায়, ইউনুচ হাওলাদার ধানের শীষ দিয়ে তার পুরো শরীর আবৃত করে রেখেছেন। আর তাকে ঘিরেই সমাবেশ স্থলে চলছে নেতাকর্মীদের আলোচনা। কেউ কেউ এসে তার সাথে ছবি তুলছেন। কুশলাদিও বিনিময় করছেন অনেকেই। তার বুকে পিঠে নিজের নাম ও জেলার নাম লেখা।  

ধানের শীষ বিএনপির দলীয় প্রতীক। ইউনুচ হাওলাদার জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি আজকের এই সমাবেশে এভাবে সেজেছেন। 

তিনি বলেন, বিএনপির রাজনীতি দীর্ঘদিন থেকে করে আসছি। একটা সময়ে রাজনীতি করার কারণে ঢাকা থেকে এলাকায় চলে যেতে হয়েছে। এলাকায় গিয়েও শান্তিতে থাকতে দেয়নি স্থানীয়রা। গ্রেফতারের ভয়ে অনেক রাত ধান ক্ষেতে কাটাতে হয়েছে। বিএনপির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি ধানের শীষ দিয়ে নিজেকে আবৃত করেছেন বলে জানান। 

ধানের শীষ গায়ে জড়িয়ে সেজে আসার বিষয়ে তিনি বলেন, ধানের শিষগুলো পটুয়াখালী থেকে নিয়ে আসা। সমাবেশে দুইজনের সহায়তায় তিনি ধানের শীষ গায়ে জড়িয়েছেন। 

ইউনুচ হাওলাদারের সাথে কথাগুলো বলছিলাম বিএনপির পার্টি অফিসের নিচে। কথা বলার মাঝেই নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছেন ছবি তোলার জন্য। পার্টি অফিসের নিচে একপাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি টাঙানো। সেই ছবির পাশে দাঁড়িয়ে তিনি সবার সাথে ছবি তুলেছেন। এক পর্যায়ে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েন ইউনুচ হাওলাদার। পার্টি অফিসের ভেতরে উপস্থিত নেতাকর্মীদেরকে তার সাথে কুশলাদি বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০