কমিউনিটি ফার্মেসি নিয়ে ফার্মাসিস্টদের ভাবতে হবে : সায়েদুর রহমান 

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ০২ মে ২০২৫, ১৮:১১
কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি এবং হসপিটালিটি বা ক্লিনিক্যাল ফার্মেসির বাইরেও কমিউনিটি ফার্মেসি নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

আজ শুক্রবার স্বাস্থ্য সেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা এবং নিয়োগদানের ওপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের হাসপাতাল সার্ভিস খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি। বর্তমানে হাসপাতালে ডাক্তার ও নার্সদের একটা সামঞ্জস্য আছে। কিন্তু ফার্মাসিস্ট পৃথক বিষয়। নতুন গাইডলাইনে হাসপাতালে ফার্মাসিস্টদের পদ সৃজন করছি আমরা। তবে, ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টকে মাথায় রাখতে হবে। এটা বললে অনেকে হয়ত বলবেন, দোকানে কীভাবে বসবে? আসলে মানি আর না মানি, আমাদের বহু মানুষ ওখান থেকে সার্ভিস দিয়ে জীবন কাটিয়ে দিয়েছেন। তারাও সমাজের বড় ও বিরাট একটা  অংশের কাছে গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি ফার্মেসির শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কারিকুলামে পরিবর্তন আনার পাশাপাশি কাজের ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছাত্রদের উৎসাহিত করেন যাতে তারা স্বাস্থ্য সেবায় যুক্ত হতে আগ্রহী হন। চিকিৎসকরা যেমন আগে থেকেই মানসিক প্রস্তুতি নেয়, তাকে চাকরিতে যোগদান করে গ্রামে যেতে হবে। এখানেও এটা প্রতিষ্ঠিত করতে হবে, একটা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এর উপস্থিতিতেই একটা ওষুধের দোকান বা  ফার্মেসি হয়। পাশাপাশি আমরা নতুন কিছু উদ্যোগ নিচ্ছি। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্টদের রাখার পদ তৈরি করছি। আপনারাও টিমওয়ার্কের জন্য নিজেদের প্রস্তুত করুন।

সভায় ফার্মেসি কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান বলেন, এবার সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট পদ সৃষ্টি করা হয়েছে। ৬০০ বেডের হাসপাতালে ৬টি পদ। তবে এগুলো ব্লক পদ। পদোন্নতির সুযোগ রাখা হয়নি। এতে করে মেধাবী ফার্মাসিস্টরা থাকবে না। সবাইকে এগুলো নিয়ে ভাবতে হবে।

ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, ডাক্তাররা কখনো চায়না তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক। এটা ভাঙতে হবে। আসুন, আমরা শুরু করি। সব জায়গায় পারবো না, তবে হাসপাতালগুলোতে এটা শুরু করা যায়।

ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তাইওয়ানের একজন অধ্যাপক। শুভেচ্ছা জানান ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০