গাজীপুরের টঙ্গীতে ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৪:০৭ আপডেট: : ০৩ মে ২০২৫, ১৪:০৯
ছবি : বাসস

গাজীপুর, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলায় টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেট এলাকায় একটি ভাঙারির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুন পাশের একটি স্কুল ও বাজারের কিছু দোকানে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আমজাদ হোসেনের একটি ভাঙারির গোডাউন রয়েছে। ওই গোডাউনে আগুন লাগে। কারখানার বিভিন্ন বর্জিত ভাঙারি ও অন্যান্য সামগ্রী গোডাউনে রাখা ছিল। আগুনে পাশের একটি স্কুলের জানালার কাঁচ এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় দোকানদার মো. রাসেল বলেন, আগুন যখন লাগে, আমরা ভয়ে দৌড়ে বের হয়ে আসি। পাশের দোকানগুলোর কিছু মাল পুড়ে গেছে।  

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শাহিন আলম বাসসকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিক জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারা করা হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০