বগুড়া, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচ থেকে এসব চাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান।
ইউএনও হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা মোট ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করা হয়। পরে চালগুলো থানায় হেফাজতে রাখা হয়।
তিনি আরও জানান, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া একটি গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এসব চাল মজুদ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।