ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিৎ কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দু’টি দায়ের করেন। 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ সব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলার এজাহারে বলা হয়, আসামি রঞ্জিৎ কুমার তালুকদার দায়িত্বশীল পদে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।

দুদক জানায়, তার ২০০৩-২০০৪ করবর্ষ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৫২০ টাকা আয়ের বিপরীতে ৪ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৬২৫ টাকার সম্পদ ও ব্যয়ের তথ্য পাওয়া যায়।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে- তিনি নিজের নামে ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। 

অনুসন্ধানে জানা যায়, তিনি ২০০৭-২০০৮ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লাখ ৮ হাজার ৯৫৮ টাকা আয় দেখালেও বাস্তবে তার নামে রয়েছে ১২ কোটি ৩০ লাখ ১৯ হাজার ১৪৮ টাকার সম্পদ।

মামলার অভিযোগে বলা হয়, রঞ্জিৎ কুমার তালুকদার দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে সম্পদে রূপান্তর করে ভোগ দখলে রেখেছেন এবং এতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। ফলে তার বিরুদ্ধেও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উভয় মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা দু’টি ঢাকাসহ অন্যান্য স্থানে ১৯৯৫ সাল হতে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়কালে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

দুদক জানিয়েছে, তদন্তে আরও কোনো অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেলে তা আইনানুগভাবে কার্যক্রমে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০