বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় ফরিদপুরে ১৮ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৮:৩১
ছবি: বাসস

ফরিদপুর, ৪ মে, ২০২৫ (বাসস): ফরিদপুরের সালথায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান আওয়ামী লীগ নেতাকর্মীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে ওই নেতাকর্মীরা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। 

তাদের সবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজ উদদীন বলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি বহরে হামলার মামলায় দ্রুত বিচার আইনের সিআর নম্বর- ১১২/২৪ ও ১১৩/২৪ মামলায় ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০