ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে জামায়াতের শোক

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:১৫ আপডেট: : ০৪ মে ২০২৫, ২০:৫২
ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ রোববার এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল।’

তারা বলেন, ‘আমাদের জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরোয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমানের পক্ষে তার এ লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মত একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থী আইনজীবীর বড়ই প্রয়োজন ছিলো। তার ইন্তেকালে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহ তাআলা তার এ শূন্যতা পূরণ করে দিন।’  

জামায়াত নেতৃবৃন্দ ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রূহের মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি, তিনি তার জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
সংসদীয় সীমানা: ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০