বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ০০:০২ আপডেট: : ০৬ মে ২০২৫, ১১:৪৮

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) আসবেন। এজন্য গুলশান ও বনানী এলাকায় তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য নির্দেশনাবলী পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এয়ারপোর্টে আগত সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হয়।

গুলশানে আগত সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য নির্দেশনা দেয়া হয়। গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হয়।

এছাড়া উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ি পার্কিং না করতে বিশেষভাবে অনুরোধ করার পাশাপাশি গমনাগমন রুটে কোন যানবাহন পার্কিং না করার জন্যও বিশেষ অনুরোধ করা হয়েছে। মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করেছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটি বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বাগেরহাটের মোংলায় বিএনপির কাউন্সিল অধিবেশন
ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে : প্রধান তথ্য অফিসার
ইসরাইলি হামলায় গাজায় নিহত ১১ 
বিআরটিএ-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ : ৩৭ কার্যালয়ে দুদক-এর অভিযান
নাটোরের চলনবিলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষে সফলতা
‘পাকা ইউরোপীয়' চ্যান্সেলর হওয়ার প্রতিশ্রুতি দিলেন ফ্রিডরিশ মের্ৎস
ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের
যুক্তরাজ্য ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত
ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ১
১০