নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ লাগবের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৮:৫৮
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : ফেসবুক

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

আজ বুধবার রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক এসময় আরও বলেন, প্রাথমিক পর্যায় রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূলসড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে। 

তিনি বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের সাথে এয়ারপোর্ট রোডের সংযোগ স্থানগুলোতে ৩টি রেলক্রসিং রয়েছে। আগামী অর্থবছরে এই ৩টি রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে।

নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের প্রথম ফেইজে ইতিমধ্যে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে। 

এ সময় উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিক্সা প্রস্তুত করা হচ্ছে। অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদান করা হবে। ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে। 

এ সময়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০