আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২২:১০
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা (উত্তর), ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে।

আজ বিকেলে রাজধানীর রামপুরায় ‘জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সমাবেশে তিনি এ আহবান জানান। সমাবেশটি রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হয়ে মৌচাক পর্যন্ত মিছিল শেষে অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বহু বিষয়ে ঐকমত্য হয়েছে। এ সংস্কারগুলোকে সাংবিধানিক ও আইনগত ভিত্তি দেয়া প্রয়োজন। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনী ভিত্তি দেয়ারও আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতিতে জনমতের প্রতিফলন সম্পূর্ণভাবে ঘটে না। পিআর পদ্ধতি নির্বাচনকে আরও প্রতিনিধিত্বমূলক ও গ্রহণযোগ্য করবে। এজন্য আরপিও সংশোধন ও গেজেট নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনের প্রতি তিনি কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

মহানগর সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক জুলাই বিপ্লবের ফল। তাই এ সরকারকে অবশ্যই সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। একই সাথে জুলাই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০