এনআইডি তথ্য ফাঁস : ব্র্যাক ব্যাংক ও আনসার ভিডিপির সেবা বন্ধ করেছে ইসি

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ‘যাচাই সেবা’ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, ‘মনিটরিং করার সময় দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে। 

এ দুটো প্রতিষ্ঠান হচ্ছে আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এ সেবা বন্ধ করে দিয়েছি।’

তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।

গত ফেব্রুয়ারিতে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে।

হুমায়ুন কবীর বলেন, ‘ডেটা নিরাপত্তার স্বার্থে আমরা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মনিটরিং করি। মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিক হচ্ছে।’

তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। যে কোনো মূল্যে ইসিতে সংরক্ষিত দেশের নাগরিকের তথ্য রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০