শিশুদের মাদক থেকে রক্ষায় খেলাধুলার ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২০:৫৩
প্রতীকী ছবি। ইউনিসেফ বাংলাদেশ

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): শিশুদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে খুলনায় এক আলোচনা সভায়। 

বক্তারা বলেন, অভিভাবকরা শিশুদের খেলাধুলা ও বিনোদনমূলক কাজে ব্যস্ত রাখলে তারা বিপথে যাওয়ার সম্ভাবনা কমে।

আজ খুলনার পিটিআই অডিটোরিয়ামে ‘মাদকমুক্ত সমাজ গঠন ও ডিজিটাল আসক্তি বিষয়ে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. হুসাইন শওকত। সভাপতিত্ব করেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোল্লা ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অ্যাডভোকেট শেখ ওলিউল ইসলাম।

প্রধান অতিথি বলেন,‘আজকের শিশু আগামী দিনের জাতির নির্মাতা। একজন শিল্পী যেমন নিপুণভাবে ছবি আঁকেন, তেমনি অভিভাবক ও শিক্ষকদেরও সম্মিলিত যত্ন ও দায়িত্বের সঙ্গে তাদের গড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশুদের মাদক ও প্রযুক্তি আসক্তির ক্ষতি সম্পর্কে বোঝাতে হবে। সঠিক দিকনির্দেশনা দিতে হবে।’

বক্তারা বলেন, এখনকার তরুণরা মাদক ও ডিজিটাল আসক্তির ঝুঁকিতে রয়েছে।

তারা মনে করেন, খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষায় শিশুদের যুক্ত করলে তারা ভালো পথে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট মোস্তফা আসাদুজ্জামান, মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাকিবুজ্জামান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০