সাবেক এমপি সেলিনাসহ দুইজন কারাগারে

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ২০:৫৭
মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ মে,  ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে শেরে বাংলা নগর থানায় করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা ইসলামসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাগারে যাওয়া অপর জন হলেন-মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির করে পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম মিজবাহ উর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ  তাদের গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল শেরেবাংলা নগর থানাধীন পরিকল্পনা মন্ত্রণালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় নেতা/কর্মীসহ আওয়ামী যুব মহিলালীগের কতিপয় নেতা/কর্মী মিছিল বের করার প্রস্তুতি গ্রহণ করেন। এসময় যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন দুষ্কৃতকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে ষড়যন্ত্রসহ অপরাধ সংঘটনের সাথে সম্পৃক্ত। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০