খেলার মাঠের জন্য ডিএনসিসিকে ৫ কাঠা জমি দিয়েছে উলুদার হাউজিং সোসাইটি

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৫৫
উলুদার হাউজিং সোসাইটি খেলার মাঠের জন্য প্রদানকৃত ৫ কাঠার জমি পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : শিশুদের খেলার মাঠের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) ৫ কাঠা জমি দিয়েছে উলুদার হাউজিং সোসাইটি।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এর অনুরোধের প্রেক্ষিতে উলুদার হাউজিং সোসাইটি ৫২ নং ওয়ার্ডের খেলার মাঠের জন্য ৫ কাঠার এই জমিটি প্রদান করেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি জানান, অতিদ্রুত সময়ের মধ্যে খেলার মাঠের জন্য এই জমি দলিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে হাউজিং সোসাইটি।

তিনি জানান, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অঞ্চল ৭ এর ৫২ নং ওয়ার্ড পরিদর্শনকালে দেখেন ওই এলাকায় শিশুদের খেলাধুলার জন্য কোন মাঠ নেই। পরবর্তীতে এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং একটি খেলার মাঠের জায়গা নির্ধারণের অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে এই জমিটি প্রদান করা হয়।

ইতোমধ্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ডিএনসিসি’র পরিছন্নতা কর্মীরা মাঠটি পরিষ্কার করেছে এবং স্থানীদের শিশু কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী, উলুদার হাউজিং সোসাইটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০