জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৮:০১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় গত শুক্রবার ও আজ দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে ক্লাবের প্রায় চার শ’ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত ‘এস. ক্রিয়েটিনিন’ এবং লিভার সম্পর্কিত ‘এসজিপিটি (এলটি)’ পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ মে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এ কে এম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের এ জি এম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল ও পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ সোহরাব আকন্দ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, ‘আমরা সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমাদের মূল লক্ষ্য সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজে’র মহাসচিব বলেন, মানুষের যত সম্পদ আছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। স্বাস্থ্য হলো সকল সুখের মূল।

বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ইনসাফ বারাকাহ হাসপাতালে এ জি এম মুহা. হাফিজুর রহমান বলেন, সাংবাদিক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০