মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৫১
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। ফাইল ছবি

ঢাকা,  ১৩ মে, ২০২৫ (বাসস): জ্ঞাত-আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের (আরএইচডি) পরিচালক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, সংস্থার সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান বাদী হয়ে আজ এই মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে জানানো হয়, মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের (আরএইচডি) পরিচালক মো. জাহাঙ্গীর আলম অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎস বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯৪টি হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছেন। তিনি ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অসৎ উদ্দেশ্যে এর রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০