চট্টগ্রাম বন্দর নিয়ে আওয়ামী লীগ সরকারের সব চুক্তি স্থগিতের আহ্বান চরমোনাই পীরের 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:০৮ আপডেট: : ১৩ মে ২০২৫, ২৩:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের  কনটেইনার টার্মিনাল অপারেশনের কাজসহ যেসব চুক্তি পতিত আওয়ামী লীগ সরকার করেছিলো তা বাতিল করার জন্য বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর  সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ মঙ্গলবার রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন তিনি।

দলের রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা  হোসাইন আহমদের সভাপতিত্বে সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত করে যাচ্ছে। 

আমীর বলেন, চট্রগ্রাম বন্দরের মতো ভূরাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনায় বিদেশিদের অর্ন্তভুক্ত করা সমীচিন হবে না। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা বাদ দিয়ে দেশীয় সংস্থাগুলোকে দক্ষ ও যোগ্য করে তোলার প্রতি নজর দিন।

তিনি অর্ন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের স্বার্থে কোন কাজ করে নাই। তাদের করা প্রত্যেকটা বৈদেশিক চুক্তি ও বিনিয়োগ চুক্তির পেছনে ব্যক্তিগত স্বার্থ  ছিলো। তাই পতিত সরকারের শুরু করা কোন চুক্তিই বাস্তবায়ন করা ঠিক হবে না।  

জুলাই গণহত্যার দ্রুত বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর  নির্যাতন ও গণহত্যা বন্ধকরণ এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নবী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০