আইভীকে গ্রেফতারে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশের মামলা : ৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:১১
ফাইল ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৩ মে, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলায় তিনজন গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগর এলাকার  কাশেমের ছেলে হানিফ (৪০), হানিফের ছেলে হাসিবুর রহমান জিসান (২৮) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।

গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

মামলায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। গত ৯ মে সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তাকে দেওভোগ এলাকার চুনকা কুটিরে গ্রেফতার  করতে গেলে পুলিশকে বাঁধার সম্মুখে পড়তে হয়। 

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের উর্ধতন কয়েকজন সদস্য আইভীর বাড়িতে রাত ১২ টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। 

আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পথেও শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এই মামলা দায়ের হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০