সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই : কাদের গনি চৌধুরী

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৫৫
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী মঙ্গলবার নারায়ণগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে বক্তৃতা দেন। ছবি: বাসস

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যমের কন্ঠরোধে দেশে ৩২ টি আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই।

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

নিউজ নারায়ণগঞ্জের সম্পাদক শাহজান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন এডিসি আলমগীর হোসাইন, মাহমুদুর রহমান সুমন।

আরো বক্তৃতা করেন সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, সাবেক এমপি আবুল কালাম, এডভোকেট সাখাওয়াত হোসেন, মোরসালিন বাবলা, মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, মাহবুব আলম শাহ প্রমুখ।

বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, যাতে তারা নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন।

সাংবাদিকদের এ নেতা বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিককে বলা হয় সমাজের ওয়াচডগ। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সবসময়। চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের হতে হবে সাহসী। রাষ্ট্রের সহযোগিতা না পেয়ে সাহসী সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা বিলীন হতে চলেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, নানারকম হয়রানি এড়িয়ে যেতে সাংবাদিকরা যখন সেলফ সেন্সরশিপের আশ্রয় নেন, তখন গণমাধ্যম আর স্বাধীন থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকরা প্রভাবশালী মহলের চাপে পড়ে সেলফ সেন্সরশিপ অবলম্বন করেন। এভাবে সত্যনিষ্ঠ সাংবাদিকতা মারা পড়ছে বলে মনে করেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী আইনের সদ্য বিলুপ্ত ৫৭ ধারায় দায়ের করা মামলায় অনেক সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বিগত আওয়ামী সরকারের আমলে।

তিনি বলেন, রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদমাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। রাষ্ট্রের কল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদমাধ্যমে উঠে আসে ঠিক তেমনি সংবাদমাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। এদিক থেকে সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক কোনো দলের না, কারও স্বার্থের না। দলমতের ঊর্ধ্বে থেকে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকের কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন প্রয়োগে পুলিশ সচেষ্ট: আইজিপি
পুতিন গেলে তুরস্কে ইউক্রেন বিষয়ে আলোচনায় যাওয়ার ‘সম্ভাবনা’ আছে: ট্রাম্প
সংসদ সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার আবেদন
বাগেরহাটে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা 
মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে: কাদের গনি চৌধুরী
প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত লবণ বাড়াচ্ছে অসংক্রামক রোগের ঝুঁকি
শেরপুরে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’: চট্টগ্রামে ১৭ জনকে ইয়েস কার্ড
বেরোবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০