সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুই দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৪:৪৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি  আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুজ্জামান স্বপন বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে, শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশ গ্রহণ করেন। ওই দিন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। 

আসামিদের ছোঁড়া বুলেটে ঘটনাস্থলে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ঢাকায় জাম্বিয়ার কনস্যুলেট অফিস উদ্বোধন
যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাসের ফলে ব্যবস্থাপনা দল ছোট করল ডব্লিউএইচও
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইউক্রেনে ‘একতরফা শান্তি’ গ্রহণযোগ্য হবে না : জার্মানির মের্ৎস
কুমিল্লায় বিএসটিআই-এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা 
গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা 
শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ৫টি ট্রাস্ট বৃত্তি অনুমোদন
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে আর. এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্টের বৈঠক
স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরামসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০