ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৩৬

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেছেন, সামান্য ঘটনায় মেধাবী এক তরুণের এমন মৃত্যু আমাদের সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতাকে প্রকট করে তোলে। 

বিবৃতিতে মহাসচিব বলেন, এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে। 

তিনি বলেন, ‘ঢাকার কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এখন নিরাপদ নয়। সাম্যের ঘটনা আমাদেরকে ব্যথিত ও বিস্মিত করেছে।’

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, রাষ্ট্রের প্রধান কাজই হলো গণ-নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের ভাগ্যাহত মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় নাই কোনোকালেই। অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রী-মেয়েসহ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘চিকিৎসা শিক্ষার সুশাসনে’ সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের
বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ গঠন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড : বিশ্ববিদ্যালয় প্রশাসনের একদিনের শোক ঘোষণা 
মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে
সিলেট সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৬ জন পুশব্যাক করেছে বিএসএফ
প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না : পরিবেশ উপদেষ্টা
জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে আইএমএফ
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন কারাগারে
১০