তারেক রহমানের নির্দেশনায় জাবিতে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:১৬
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম। ছবি: বাসস

ঢাকা, ১৪ মে, ২০২৫(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রদান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।  

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভ্যাক্সিনেশনের উদ্বোধন অনুষ্ঠানে ডা. মো. রফিকূল ইসলাম তার বক্তব্যের শুরুতে বিগত গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল শহীদদের স্মরণ করেন। 

একইসঙ্গে হেপাটাইটিস বি ভ্যাক্সিনের গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এরকম একটি মহৎ উদ্যোগের আয়োজন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এমনকি এমন মহৎ আয়োজনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ডা. রফিক বলেন, দেশে টিকাদান কর্মসূচি ইপিআই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৯ সালে চালু হয় এবং এই হেপাটাইটিস বি ভ্যাক্সিন ইপিআই শিডিউলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে অন্তর্ভুক্ত করেন, যার সুফল দেশবাসী পেয়েছেন। 

সাম্প্রতিক সময়ে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ায় তিনি সংশয় প্রকাশ করে বলেন, এ ঘটনা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। প্রয়োজন হলে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জুলাই আন্দোলনের মত আরেকটি আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। অনুষ্ঠান উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাসহ ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০